About Us – Themes Wala
থিমস ওয়ালা তে আপনাকে স্বাগতম ।
About Us

থিমস ওয়ালা (Themes Wala) ২০১৮ সাল থেকে প্রিমিয়াম বাংলা ওয়ার্ডপ্রেস থিমস সেবা প্রদান করে আসছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বাধিক ব্যবহৃত ওয়ার্ডপ্রেস থিমস এর মার্কেটপ্লেস থিমস ওয়ালা। ইতিমধ্যে প্রায় ১৬ হাজারেরও অধিক ওয়েবসাইটে আমাদের প্রস্তুতকৃত থিমস ব্যবহার করা হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বর এ লন্ডন ভিত্তিক ডিজিটাল বিজনেস সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্পার্কএক্স ডিজিটাল লিমিটেড (SparkX Digital Ltd.) থিমস ওয়ালা এর মালিকানা অধিগ্রহণ করে।

আমাদের ফেসবুক পেইজ
আমাদের সর্ম্পকে
থিমস ওয়ালা একটি প্রিমিয়াম ওর্য়াডপ্রেস থিম কোম্পানি । আমাদের এখানে অনলাইন নিইজপেপার থিম, অনলাইন টিভি থিম, অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান থিম, পার্সনাল থিম, বিজনেস থিম, ই-কর্মাস থিমসহ আরো অন্যান্য থিম রয়েছে । আমাদের থিমগুলোর বাজেট তুলনামূলক কম হওয়ায় আপনি সহজেই আপনার পছন্দের ওয়েবসাইটটি আমাদের এখান থেকে তৈরি করে নিতে পারেন।